ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬:৫২, ২৩ জুলাই ২০২১

গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মারা গেছেন; আরও ৪৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার জেলার সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৬ নমুনা সংগ্রহ করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৩২ জন, কালীগঞ্জে ৭ জন, শ্রীপুরে ২ জন ও কাপাসিয়ায় ৭ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১২ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৩।

ডা. খায়রুজ্জামান আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৪৭৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সদরে ১০ হাজার ৩০৯ জন, কালীগঞ্জে ১১৩৭ জন, কালিয়াকৈরে ১৭৫৮, কাপাসিয়ায় ১১৭১ ও শ্রীপুরে ২০৯৮ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন পাঁচ জনসহ এ পর্যন্ত জেলায় ৩১২ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৭৮ জন।

গাজীপুর কথা

আরো পড়ুন