ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ১৬:০২, ১৭ আগস্ট ২০২২

কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

কমলো কাঁচা মরিচের দাম

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।

একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ থাকায় মঙ্গলবার দেশের বাজারে চাহিদা বাড়তে পারে। বিষয়টি মাথায় রেখে বন্দর দিয়ে মরিচ আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। ফলে মঙ্গলবার সবচেয়ে বেশি মরিচ আমদানি হয়। পাশাপাশি গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এজন্য মূলত কেজিতে দাম কমেছে ৪০ টাকা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর মঙ্গলবার বন্দর দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে মঙ্গলবার বন্দর দিয়ে এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ আমদানি হয়েছে। ২৫টি ট্রাকে ১০৩ টন ৯৭০ কেজি আমদানি হয়েছে। এজন্য চাহিদা কমে কাঁচা মরিচের দাম কমেছে বাজারে।

আরো পড়ুন