ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাল টানতেই উঠে এলো ১৫ কেজির কাতল, বিক্রি ২৪ হাজারে

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ নভেম্বর ২০২১

জাল টানতেই উঠে এলো ১৫ কেজির কাতল, বিক্রি ২৪ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মঙ্গলবার ভোরের দিকে জেলে কৃষ্ণ হালদারের জালে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় এই মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ছুক্কু ব্যাপারি মৎস্য আড়তে সকালের দিকে  বিক্রির জন্য আনা হয়।

সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, কাতল মাছটি জেলে কৃষ্ণ হালদার ছুক্কু ব্যাপারির মৎস্য আড়তে নিয়ে এলে আমি সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে কিনে নেই। গোয়ালন্দের এমন বড় মাছের চাহিদা আছে অনেক। আমি প্রতি ১ হাজার ৫০০ টাকায় কিনে, আবার ১ হাজার ৬০০ টাকা কেজি প্রতি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করে দিই।

গাজীপুর কথা

আরো পড়ুন