ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকার বুকে মরুর দেশের উট

প্রকাশিত: ০৪:৫৪, ১৯ জুলাই ২০২১

ঢাকার বুকে মরুর দেশের উট

এ যেন ঢাকার বুকে মরুর দেশের চিত্র। কোরবানির জন্য মিলছে উট। তবে হাটে নয়, পাওয়া যাচ্ছে রাজধানীর কমলাপুরে উটের খামারে।
রাজধানীর কমলাপুরের খামারটি দেখলে মনে হতে পারে সৌদি আরবের কোনও উটের খামার। মরুর তপ্ত বালি আছে কি নেই তা নিয়ে ভ্রুক্ষেপ নেই এখানকার এই উটগুলোর। দিব্বি খুনশুটিতে ব্যস্ত তারা। তাদের পরিচর্যায় থাকা খামারিরাও ব্যস্ত তাদের খুশি রাখতে।

২০০৪ সালে খামারটি স্থাপনের পর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় খামারিদের। তবে এখন সে সমস্যা না থাকলেও সঠিক পরিচর্যার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে করতে হয় নিয়মিত চেকআপ। সেজন্য স্থায়ী একজন চিকিৎসকও আছেন খামারটিতে।

সৌদির সাথে সামঞ্জস্য রেখে অনেকেই চান উট কোরবানি দিতে। উট কিনতে খামারটিতে ক্রেতা আসলেও এর তত্বাবধায়ক জানালেন কোরবানি তাদের লক্ষ্য নয়।
এই খামারের একেকটি উটের দাম নির্ধারণ করা হয়েছে ২৩ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত।

গাজীপুর কথা

আরো পড়ুন