ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘মেসি’র দাম ৫ লাখ, ‘নেইমার’র ৩ লাখ

প্রকাশিত: ১৮:০৪, ১৮ জুলাই ২০২১

‘মেসি’র দাম ৫ লাখ, ‘নেইমার’র ৩ লাখ

বাঁয়ে ‘মেসি’ ডানে ‘নেইমার’

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এজন্য কোরবানির পশুর হাট ও এগ্রো ফার্মগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে তুলনামূলকভাবে হাটের সংখ্যা কম হওয়ায় এগ্রো ফার্মের দিকে ঝুঁকছেন ক্রেতারা।

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার কাসসাফ এগ্রো ফার্মে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এই এগ্রো ফার্মটির বিশেষ আকর্ষণ মেসি-নেইমার নামের দুটি গরু।
ক্রেতাদের আকৃষ্ট করতে সবচেয়ে বড় গরু দুটিকে জনপ্রিয় দুজন ফুটবলারের নামে নামকরণ করা হয়েছে। আড়াই বছর বয়সের ষাঁড় দুটি দেশাল জাতের।
‘মেসি’ নামের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে পাঁচ লাখ টাকা। গায়ের রঙ লাল-ধূসর মিশ্রণ। ৭ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার গরুটির ওজন ১৪ মণ। ‘নেইমার’ নামের ১১ মণ ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা। কুচকুচে কালো রঙের গরুটি লম্বায় সাড়ে ৬ ফুট ও উচ্চতা ৪ ফুট।

প্রতিদিন মেসি-নেইমারের খাদ্য তালিকায় রয়েছে তিন কেজি ভুসি, ১২ কেজি সবুজ ঘাস ও খড়।

কাসসাফ এগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাদরিল সাওদ জানান, ক্রেতাদের আকৃষ্ট করতে গরুর বিভিন্ন নাম দিলেও তারা বেশি দাম হাঁকান না। তবে আলোচনা সাপেক্ষে মেসি-নেইমার নামের গরু দুটির দাম কিছুটা কমানো যেতে পারে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার বলেন, প্রতি হাটে আমাদের ভেটেরিনারি টিম রয়েছে। তারা সেখানে সেবা দিচ্ছেন। পাশাপাশি এগ্রো ফার্মগুলোর পশু বিক্রির ক্ষেত্রেও আমরা অনলাইনে সহায়তা করছি।

গাজীপুর কথা

আরো পড়ুন