ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সোনার দাম বাড়লেও কমেছে শুক্রবার

প্রকাশিত: ২০:০৮, ১২ আগস্ট ২০২২

সোনার দাম বাড়লেও কমেছে শুক্রবার

ফাইল ফটো

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। তবে শুক্রবার মূল্যবান এই ধাতুটির দাম কমেছে। যদিও ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামীতে সুদহার বাড়াতে পারে। এরই মধ্যে দেশটির বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ডলার নিম্নমুখী।

এ অবস্থায় স্বর্ণের দাম কমেছে। স্পট গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৮৬ ডলার ৮৯ সেন্টে। আর ইউএস গোল্ড ফিউচার্সের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০১ ডলার ১০ সেন্টে।

এদিন ডলারের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। তবে গত এক সপ্তাহে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির মূল্যমান পড়েছে প্রায় ১ শতাংশ। মূলত দুর্বল ডলারই বুলিয়ন মার্কেটে প্রভাব ফেলেছে। এ কারণেই স্বর্ণের দাম কমেছে।

কমার্সব্যাংক জানিয়েছে, ফেডের চলমান মুদ্রানীতির কড়াকড়ি এখনো স্বর্ণের ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা বিনিয়োগে সতর্ক রয়েছেন।

জানা গেছে, ফেড সুদহার বাড়ালে ডলারের মূল্য বেড়ে যায়। কারণ মার্কিন মুদ্রার বিপরীতে বেশি সুদ পাওয়া যায়। অন্যদিকে স্বর্ণের দাম কমে যায়।

আরো পড়ুন