ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শিবচর জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:২১, ২৫ জুন ২০২২

শিবচর জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী

বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন শেষে শিবচর জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি শিবচর জনসভাস্থলে পৌঁছান।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করে আবারও মোনাজাত করেন তিনি।

১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি। এরপর সেখানে সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে ১১টা ৫৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।

এর পর প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরার দিকে রওনা দেয়। পথিমধ্যে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমানবাহিনীর মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।