ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি খাবার-চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

প্রকাশিত: ১২:০২, ২১ জুন ২০২২

বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি খাবার-চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

খাবার-চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

এক সপ্তাহ ধরে পানির নিচে সিলেট-সুনামগঞ্জ। বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। পানির তোড়ে অসহায় মানুষ ভাসতে ভাসতে এখন আশ্রয় কেন্দ্রে। নবনির্মিত অত্যাধুনিক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে বানভাসি মানুষকে উদ্ধার করে আশ্রয়ের পাশাপাশি খাবার ও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী।

ফুঁসে ওঠা বানের পানির গর্জনে তছনছ হয়ে যাওয়া পরিবারগুলো সেনাবাহিনীর বন্যা আশ্রয় কেন্দ্রে নিরাপদ। এদিকে আশ্রয় ভবনের নিচ তলায় বানভাসি মানুষের চিকিৎসা দিচ্ছেন সেনা সদস্যরা।
সিলেট সেনানিবাস ক্যাপ্টেন ডা. ফারহান বলেন, এখানে দুই ভবনে ৭০০ বানভাসি আছে। এখানে বানভাসিদের চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখানে বেশিরভাগ রোগী পানিবাহিত বা ফাঙ্গাস রোগে আক্রান্ত। এছাড়া তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসা হয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা রোববার পর্যন্ত সুনামগঞ্জে আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ দুই জেলার ৬ হাজার পানিবন্দি মানুষকে উদ্ধার করেছেন।