মামুনুলকে ‘গাদ্দার’ বলে ক্ষোভ ঝাড়লেন সেই নারীর ছেলে
গাজীপুর কথা
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা নারীকে নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি অবৈধ কোনো সম্পর্কে জড়াননি। এরইমধ্যে এই আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা ওই নারীর ছেলে আব্দুর রহমান। সোমবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুর রহমান তিন মিনিট দুই সেকেন্ডের একটি বক্তব্য দেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
মাওলানা মামুনুল হক সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে আব্দুর রহমান বলেন, ‘আপনারা কারো অন্ধ ভক্ত হইয়েন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস কইরেন না। কারণ সবারই আড়ালে আরেকটা চেহারা থাকে। এই লোকটা আলেম নামধারী মুখোশধারী একটা জানোয়ার। তার মধ্যে কোনও মনুষ্যত্ব নেই। সে সুযোগের অপেক্ষায় থাকে কাকে কীভাবে দুর্বল করা যায়।’
আব্দুর রহমান বলেন, ‘আমি তো অলরেডি বড় হয়ে গেছি, অনেক কিছু শিখছি, জানছি, ম্যাচুরিটির একটা ভাব আইছে। আমি কিছুটা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার তো একটা ছোট ভাই আছে, তের-চৌদ্দ বছর বয়স। কেবল উঠতি বয়স। এই সময়ে মানুষের কত কথা শোনা লাগতেছে। সমাজের সামনে আইসা মুখ দেখাইতে পারতেছি না। আমার ছোট ভাইটা কাল রাতে যখন এই ঘটনটা ঘটলো, ও কোনোদিন আমি দেখি নাই রাত তিনটা-চারটা পর্যন্ত জাইগা রইছে। কাল দেখি ওর চোখে কোনও ঘুমই নাই। ও বিষয়টা নিয়ে টোটালি মেন্টালি শকড হইছে। ও বাসা থেকে বের হয়ে গেছিল। বাসায় থাকলে কি উল্টা-পাল্টা করবো আমি নিজেও জানি না, এইটা বইলা বের হয়ে গেছে।’
আব্দুর রহমান আরও বলেন, ‘আমি বলবো যে, এটা আমার বাবার কর্মের ফল। আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। পাগলের মতো ভালোবাসে। ওই লোকটার (মাওলানা মামুনুল হক) কিছুদিন আগে মোল্লারহাটে একটা মাহফিল ছিল। সেখানে পুলিশ তাকে মাহফিল করতে দেবে না। সে একটা জায়গায় লুকিয়ে ছিল। আমার বাবা সেইটা দেইখা কীভাবে যে কাঁদছে। তার আগেই বিষয়টা আমি জানছি যে, আমার মায়ের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। আমি তখন হাসতেছিলাম যে, এই লোকটা যার জন্য কানতেছে আর ওই লোকটা (মাওলানা মামুনুল হক) এই লোকটার (বাবা শহীদুল ইসলাম) সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তারপরে যখন ওনাকে (বাবা শহীদুল ইসলাম) জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা থানার ওসি কামরুজ্জামানকে বলে যে, আমাকে রেখে ওনাকে ছেড়ে দেন। কতটা ভালোবাসলে একটা মানুষকে এই কথা বলতে পারে। আর সেই লোকটা কীভাবে গাদ্দারি করলো।’
আব্দুর রহমান বলেন, ‘আরও আগের ঘটনা যখন ডিভোর্স হয়নি, আমি তখন অনেক ছোট। আমার ছোট ভাই আরও অনেক ছোট, দুগ্ধ শিশু ছিল। তখন আমার বাবা বাসায় ছিলেন না। তখন আমি ছিলাম। আমি ঘুমায়া ছিলাম নাকি বাইরে ছিলাম। আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করাচ্ছিল, তখন উনি আমার মায়ের রুমে ঢুকে গিয়ে একটা কুপ্রস্তাব দেয়। কিন্তু আমার মা সেটা প্রত্যাখান করেছিল, না এটা কোনোদিনই সম্ভব না। আপনি তো ঠকাচ্ছেন, আপনার কাছের মানুষটাকে, বন্ধুকে। সে তখন ফিরে এসেছিল। কিন্তু তার একটা তখনই মনে কামভাব ঢুকে গেছে। সে লোভ সামলাইতে পারতেছিল না। সে একটা সুযোগে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সে এইটা বুঝতে পারে নাই। যখনই সুযোগ পাইছে এনাদের মধ্যে ডিসট্যান্স বাড়াইয়া দিছে। স্বামী-স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই। সে তখনই নক করছে। তখন দুই জনের মধ্যে আরও ডিসট্যান্স বাড়াইয়া দিছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি, ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিছে। আরও যে এভাবে কত মানুষের, কত পরিবারের ভালোবাসা যে ধ্বংস করে দিছে এর কোনও ঠিক নাই।’
আব্দুর রহমান বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করবো, এর যেন সঠিক বিচার হয়। আপনারা কারও অন্ধ ভক্ত হয়েন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস কইরেন না। কারণ সবারই আড়ালে আরেকটা চেহারা থাকে। এই লোকটা আলেম নামধারী মুখোশধারী একটা জানোয়ার। তার মধ্যে কোনও মনুষ্যত্ব নেই। সে সুযোগের অপেক্ষায় থাকে কাকে কীভাবে দুর্বল করা যায়। আমার আর কিছু বলার ভাষা নাই।’

- লকডাউনেও টিকাদান কর্মসূচি চলবে, সবাই টিকা পাবে
- দেশে করোনায় রেকর্ড ৯৬ জনের মৃত্যু
- সুপ্রিম কোর্ট বার সভাপতি আবদুল মতিন খসরু আর নেই
- টঙ্গীতে আওয়ামী লীগ নেতার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
- রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
- শ্রীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার
- যেভাবে পাওয়া যাবে মুভমেন্ট পাস
- ম্যাচ জিতিয়ে আসা উচিত ছিল সাকিবের : হার্শা
- শ্রীপুরে এক গৃহবধূর মৃত্যু, পলাতক শ্বশুর বাড়ির লোকজন
- সারা বছর ফলন দেয় উন্নত জাতের শাহি পেঁপে
- কোর্ট ম্যারেজ কোনো বিয়ে নয়!
- ধনীর শহরে শীর্ষে এখন বেইজিং
- মাদার তেরেসা এবং যুদ্ধশিশু ও বীরাঙ্গনারা
- শুরু হলো পবিত্র মাহে রমজান
- শরীর ঠান্ডা রাখতে ইফতারে রাখুন টক দই
- পণ্য ও পার্সেল পরিবহনে ৬ রুটে ৮টি বিশেষ ট্রেন
- দান সদকার মাস পবিত্র মাহে রমজান
- ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান
- বৈশাখে গুগলের বিশেষ ডুডল
- দম নিন: সুস্থ্য থাকুন
- সারাদেশে কঠোর লকডাউন চলছে
- ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ
- নববর্ষ উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
- জেলেদের জন্য ৩১ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
- বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ৭ লক্ষাধিক মানুষ
- গাজীপুরে সবজি বিক্রেতাকে ভ্যান কিনে দিলেন পুলিশ কর্মকর্তা
- গাজীপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- গাজীপুরে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের নামে পর্নগ্রাফির মামলা
- গাজীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
- নারী বললেন নাম ‘জান্নাত’, মামুনুল হকের দাবি ‘আমিনা’
- মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর সাবেক স্বামী শহিদুল আটক
- পরশ মনিকে ফলো করেন মামুনুল হক!
- গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তিনটি বাসে আগুন
- দিশেহারা হেফাজত: ১ বছর আগের ভিডিও লাইভ করছে বর্তমানের দাবি করে
- মামুনুলের আরেক চাঞ্চল্যকর তথ্য, হতভম্ব গোয়েন্দারা
- রুটিন মাফিক প্রতি রাতে মাদারাসাছাত্রদের বলাৎকার!
- হেফাজতে ইসলামের পদ হারাচ্ছেন মামুনুল হক
- ভিপিএন ব্যবহারে উপকারের পরিবর্তে রয়েছে বড় ঝুঁকি
- কালিয়াকৈরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
- ‘ওই মহিলা আমার স্ত্রী নয়, শহীদুল ইসলাম ভাইয়ের স্ত্রী’
- বাবা-মাসহ ১৭ জনের মৃত্যু, এখনো জানেন না পাভেল!
- গাইবান্ধায় মাটির নিচে বিস্ময়কর ভবন
- জমি বেচে মসজিদ গড়েছেন নায়ক আলমগীর
- টঙ্গীতে তুরাগ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- হবিগঞ্জে ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তি, যুবকের কারাদন্ড!
- ভুয়া কাবিননামা তৈরির চেষ্টা করছে মামুনুল হক: কাজী অফিসে নজরদারি
- দিনাজপুরে আরেকটি লোহার খনির সন্ধান
- মহানবী (স.) কে কটূক্তিকারী চুয়েটছাত্র ২ দিনের রিমান্ডে
- জঘন্য লোক মামুনুল হকের বিচার হওয়া উচিত: ডা. জাফরুল্লাহ
