পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র ২০২৩ সালেই উৎপাদনে আসছে
গাজীপুর কথা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১

আমদানি করা কয়লায় দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিতব্য নতুন একটি ১৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের প্রথম ভাগেই উৎপাদন শুরু হবে বাংলাদেশ-চীনের এই যৌথ বিনিয়োগের প্রকল্পটিতে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মালিকানাধীন দেশীয় বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি-আরপিসিএল এবং চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি নোরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন যৌথ বিনিয়োগে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। যৌথ মালিকানায় কোম্পানি আরএনপিএল এই স্থাপনাটি নির্মাণ করছে যার কাজ সম্পন্ন হয়েছে প্রায় ২৭ শতাংশ।
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে সমুদ্রপথে কয়লা আমদানি করে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে যাতে পরিবেশের ক্ষতি না হয়, সে জন্য এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হবে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।
প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কলাপাড়া উপজেলায় নির্মাণ সম্পন্ন হওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের পাশেই এটি গড়ে তোলা হচ্ছে।
পায়রা পাওয়ার হাবের অন্যতম এই স্থাপনাটি নির্মাণ করতে ধানবাড়ি ইউনিয়নে জমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় ৯১৫ একর৷ ভূমি উন্নয়ন কাজ পায় শেষ। পাইলিংসহ মালপত্র হ্যান্ডলিং জেটি, একসেস রোডসহ প্রকল্পের অফিস ও আবাসন সুবিধাদির নির্মাণকাজ চলমান রয়েছে।
আরপিসিএল সূত্র জানায়, এই বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১২ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। ইন্দোনেশিয়া থেকে ৫৮ শতাংশ এবং অস্ট্রেলিয়া থেকে ৪২ শতাংশ কয়লা আমদানি করা হবে। উন্নত প্রযুক্তির কারণে কয়লা পোড়ানোর ক্ষতিকর পদার্থের নিঃসরণ তুলনামূলক কম হবে। এতে ২২০ মিটার উঁচু চিমনি থাকবে। এ ছাড়া থাকবে অ্যাশপন্ড, যেখানে ৯৯ শতাংশ ফ্লাই অ্যাশ বয়লার টিউবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে এবং স্থানীয় বাজারে চাহিদা থাকায় ফ্লাই অ্যাশ বিক্রির ব্যবস্থা থাকবে।
ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারকে ২৮১টি পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ১২শ’ বর্গফুট পাকাবাড়ি নির্মাণে ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে। একটি বাড়িতে তিনটি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, দুটি বাথরুম এবং একটি রান্নাঘর রয়েছে।
বাস্তুচ্যুত পরিবারদের পুনর্বাসনের জন্য ৩০ একর ভূমিতে দৃষ্টিনন্দন আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। আগামী মার্চেই ক্ষতিগ্রস্ত ২৮১টি আধুনিক পাকা বাড়ি হস্তান্তর করা হবে। পুনর্বাসিত এসব মানুষের সব সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ২৫ একর জমিতে বাড়ি ছাড়াও মসজিদ, স্কুল, ক্লিনিক, দোকান, কমিউনিটি সেন্টার, সাইক্লোন শেল্টার, খেলার মাঠ, কবরস্থান, বাউন্ডারি দেয়াল, ভূমি সুরক্ষা, পুকুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্প পরিচালক মো. তৌফিক ইসলাম বলেন, ‘আমরা আশা করছি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং ৩১ আগস্ট দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। তিনি জানান, গত ডিসেম্বর পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি হয়েছে ২৬ দশমিক ৭৩ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা ছিল ২৭ দশমিক ৬৮ শতাংশ।
আরএনপিএলের প্রকল্প ব্যবস্থাপক মি. মিং বলেন, ‘বিদ্যুৎ খাতে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল করপোরেশনের অভিজ্ঞতা প্রায় ৭০ বছর। পেশাগত অভিজ্ঞতার আলোকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এ প্রকল্প বাস্তবায়নে চুক্তির সব শর্ত পূরণ করা হবে। বিদ্যুতের গুণগতমানও ঠিক থাকবে।’
সরেজমিন দেখা গেছে, পুনর্বাসনের জন্য আবাসিক এলাকায় নির্মিত হয়েছে স্কুল। বহুমুখী ব্যবহারের জন্য ৩৮ হাজার ৭৩৬ বর্গমিটার একটি কমিউনিটি হল কাম আশ্রয়কেন্দ্র। রয়েছে খেলার মাঠ, মিনি পার্ক, মার্কেট। থাকছে চার হাজার ৯০০ বর্গমিটার এলাকা নিয়ে পুকুর। এ ছাড়া বিদ্যুৎ প্লান্ট এরিয়ার অবকাঠামোসহ রাস্তাঘাট উন্নয়ন এবং এখানকার মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্প থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ থেকে তিন পয়সা করে উন্নয়ন তহবিলে জমা হবে, যা ব্যয় হবে পুনর্বাসিত মানুষের জীবন মানের উন্নয়নে। এ ছাড়া এ প্রকল্পে জমি অধিগ্রহণকৃতরা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

- গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ
- হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার পতেঙ্গায়, থাকছে নৌবাহিনীর অংশগ্রহণ
- কাপাসিয়ায় ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
- টঙ্গীর আরিচপুরে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- গাজীপুরের গাছা’য় বঙ্গবন্ধু কলেজের ভবন উদ্বোধন
- কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় ভ্রামমাণ আদালতের অভিযান
- সোমবার ঢাকায় আসছে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন
- প্লাস্টিক পণ্যের রফতানি বাড়াতে সরকার সব ধরনের সহায়তা দেবে
- ২৭ জানুয়ারি করোনার প্রথম টিকা পাবেন কুর্মিটোলার নার্স
- ১৮ ফসলের ১১২ জাত আবিষ্কার করেছে বিনা
- দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৪৭৩
- ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতির দাবি
- আন্তর্জাতিক মানের করা হচ্ছে মাদরাসা শিক্ষাকে
- কাপাসিয়ার আখের গুড়ের স্বাদই আলাদা
- দশম-একাদশে সপ্তাহে প্রতিদিন, প্রাথমিকে একদিন ক্লাস
- সেদ্ধ ডিমের উপকারিতাগুলো জেনে নিন
- হাসপাতালে ১০ পরীক্ষার ফি নির্ধারণ
- গাজীপুরে জমি ও ঘর পেয়েছে ২৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
- নতুন সম্ভাবনা শ্রমবাজারে!
- গাজীপুরের ধীরাশ্রমে হচ্ছে দেশের বৃহত্তম কনটেইনার ডিপো
- ঘর পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা গৃহহীনদের
- জুলাইয়ে শুরু হচ্ছে ঢাকা-সিলেট চার লেন কাজ
- ঘর উপহার মুজিববর্ষে সবচেয়ে বড় উৎসব : প্রধানমন্ত্রী
- চসিকে রেজাউলের পক্ষে প্রচারণায় নামছেন তারকারা
- মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া অভিশপ্ত এক প্রযুক্তি "ডিপফেক টেকনোলজি"
- শেষ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত
- ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস
- দেশে আরও ৫০ লাখ করোনা টিকা আসবে দু-একদিনের মধ্যেই
- গাজীপুরে নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে কারখানার মালিক গ্রেপ্তার
- সুস্থ থাকতে দৈনিক খাবারে রাখুন কাঁচা মরিচ
- পরিকল্পিত ভাবে হত্যা করাহয় আহমদ শফীকে, নেপথ্যে বাবুনগরী-মামুনুলহক
- ‘রয়েল এনফিল্ড’ আসছে বাংলাদেশে
- এক রাতে শিয়ালের কামড়ে আহত ৩২
- আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেন
- এক বাছুরের দুই মাথা ও চার চোখ
- গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে দেখা মিলল শত শত আবাবিল পাখির
- মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, আমি সুষ্ঠু বিচার চাই: আনুশকার মা
- লাল কাপড় দেখিয়ে শতশত ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালো সাজিদ
- ডিলিট হওয়া ছবি ও নম্বর ফিরে পাওয়ার উপায়
- স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু,৮দিনের শিশুর দায়িত্ব নেবে কে?
- কেয়ামত ঘনিয়ে আসছে, বোঝা যাবে এসব আলামতে
- মুহূর্তেই গলার কাঁটা দূর করার ঘরোয়া উপায়
- পটকা মাছ খেয়ে মা-বাবার মৃত্যু, তিন মেয়ের অবস্থা আশঙ্কাজনক
- আল্লাহর তরবারি মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
- বরিশালে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত!
- পৃথিবীর অন্যতম অপরাজিত জেনারেল চেঙ্গিস খানের অজানা ইতিহাস
- গোপন রহস্য ফাঁসের ভয়েই পুরো পরিবারকে হত্যা!
- আখাউড়ায় মাটি খুঁড়তে মিলল হাজারও বুলেট
- শ্রীপুরে সাইকেল তৈরির কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
- ডিপজলের বিয়ে, কনে বললেন বয়স ফ্যাক্ট না!