ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

করোনাভাইরাস নিয়ে কবিতা

প্রকাশিত: ১৫:৪৫, ১ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাস নিয়ে কবিতা

লেখক কবি: মো: আশরাফুল ইসলাম

করোনা মানে পুষ্প মুকুট, যা করাই মনটা কুটুস-কুটুস; 
সারা সকাল, সারা বেলা, সারা দিবা-রাত্রী, মন করে ফুটুস-ফুটুস।
'কোভিট-19' নামে উহান নগরী চীনে কী এলো রে ভাই; 
ঘরে ছাড়া থাকার কোন উপায় যে আর নাই।

শত বছর পরে আসে বৈশ্বিক মহামারি জানান দেয় তো অতীত, 
তাইতো মোরা করিতে পারি না সু-চিকিৎসা রোগীর সহিত।

করোনা করবে না কারও প্রতি করুনা; 
যদি আমরা নিজ হতে না ভাবি সচেতন ভাবনা।

আল্লাহ্ ছাড়া ক্ষমতা নাই কোন ডাক্তার, বৈদ্য, আলেম ওলামার; 
করোনা থেকে বাঁচবে জীবন, যদি করি বাস্তবায়ন সু-চিকিৎসার।

আল্লাহ্ মহান, আল্লাহ্ দয়াল পার করিবে তোরে; 
ঠান্ডা মাথায় চিন্তা করে বুদ্ধি খাটাও জোরে।
মহামারি নিধোনকালে ঘরে বয়ে থাক, 
জায়নামাজে বয়া-বয়া আল্লাহ্-আল্লাহ্ ডাক।

গাজীপুর কথা

আরো পড়ুন